বুধবার কাঁকসার কৃষ্ণপুরে মামার বাড়িতে বেড়াতে এসে অজয় নদের জলে তলিয়ে যায় আঠারো বছরের এক যুবক। ২১ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও সন্ধান মেলেনি তলিয়ে যাওয়া ওই যুবকের। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এলাকাবাসীরা বৃহস্পতিবার সকাল থেকেই মুচিপাড়া-জয়দেব রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। জানা গেছে, একই সঙ্গে শিবপুরের অজয় নদীর অস্থায়ী ফেরিঘাটেও অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয় মানুষের অভিযোগ, বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুবককে উদ্ধারের কোন উদ্যোগ নেয় নি প্রশাসন। দেখা মেলেনি প্রশাসনের কোন আধিকারিকের। যতক্ষণ না তলিয়ে যাওয়া যুবকের সন্ধান মিলবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসীরা।
অবশেষে উদ্ধার হল অজয় নদে তলিয়ে যাওয়া যুবকের দেহ। মৃত যুবকের নাম পাপলু হাজরা (১৯)। মঙ্গলবার বোলপুর থেকে কাঁকসার কৃষ্ণপুরে মামার বাড়িতে আসে ওই যুবক মা বাবার সাথে। গতকাল মামার বাড়ির বন্ধুদের সাথে অজয় নদীতে স্নান করতে আসে, সাঁতার না জানায় নদীর গভীরে চলে যায় ওই যুবক। এলাকাবাসীরা উদ্ধারের চেষ্টা করলে ব্যর্থ হয়, দীর্ঘক্ষণ পর প্রশাসন থেকে সন্ধ্যাবেলায় নিয়ে আসা হয় বিশেষ উদ্ধারকারী দল। তারাও ব্যর্থ হয়। আজ সকাল থেকে দীর্ঘক্ষণ এলাকাবাসীরা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় তলিয়ে যাওয়া যুবককে উদ্ধারের জন্য। অভিযোগ, সকাল থেকে দেখা মেলেনি প্রশাসনের। দীর্ঘক্ষণ পরে এলাকাবাসীর চাপে পড়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং বিশেষ উদ্ধারকারী দল। তাঁরা এসে নদী তল্লাশি করে উদ্ধার করে যুবকের নিথর দেহ। তারপরেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।