ঝাঁটা হাতে ড্রেন পরিষ্কার করতে নামলেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়
গোবিন্দ বাগদি

অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ২৩ বছরের তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ভিড়িঙ্গী বাগদি পাড়ায়। একদিনের জ্বরে হঠাৎ যুবকের মৃত্যু হওয়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। জানা গেছে মৃত যুবকের নাম গোবিন্দ বাগদি (২৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার হঠাৎ গোবিন্দর জ্বর আসে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ মত ওষুধে জ্বর না কমায় গোবিন্দকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব‍্যর্থ করে গোবিন্দ মারা যায়। মহকুমা হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে অজানা জ্বরের কথা উল্লেখ করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা ভিড়িঙ্গী এলাকায় অজানা জ্বরের আতঙ্ক ছড়ায়। মৃতের পড়শীরা এলাকার অপরিষ্কার নিকাশি নালাকেই এর জন্য দায়ী করে ক্ষোভ উগরে দেয় সংবাদ মাধ্যমের কাছে।

এদিকে অজানা জ্বরে মৃত্যুর খবর কানে পৌঁছানোয় দুর্গাপুর নগর নিগমের নিকাশি ব‍্যবস্থার দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায় মৃতের বাড়িতে গিয়ে হাজির হয়ে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে এলাকার নিকাশি নালার হাল ফেরাতে ঝাড়ু হাতে ড্রেন পরিষ্কার করতে নেমে পড়েন। স্থানীয় কাউন্সিলরকে ঝাঁটা হাতে ড্রেন পরিষ্কার করতে দেখে দলের কর্মীরাও ড্রেন পরিষ্কার করতে লেগে পড়েন। এদিকে ছেলের আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে মৃত্যুর কারণ খুঁজতে তদন্তের দাবি করেন গোবিন্দর মা। মৃত গোবিন্দর পড়শীরা অনেকেই জানান গোটা বাগদি পাড়ায় বেশ কয়েকজন কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত রয়েছে। অথচ দুর্গাপুর নগর নিগম কোন ব‍্যবস্থা নেয়নি।

Like Us On Facebook