আসানসোলের পর ফের দুর্গাপুর রেল স্টেশনের ৪ নং প্লাটফর্মে বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তিকে ৭০ লাখ টাকা সহ আটক করে জিআরপি। জানা গেছে, ধৃতের নাম সুরেশ প্রসাদ বর্মণ। বেনারস থেকে কলকাতার উদ্দেশ্য যাচ্ছিলেন। পুলিশের নজর এড়াতে দুর্গাপুরে ব্রেক জার্নি করে‌ লোকাল ট্রেনে কলকাতা যাচ্ছিলেন বলে দুর্গাপুর জিআরপি সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুরের ৪ নং প্লাটফর্মে একটি ট্রলি নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে দুর্গাপুর জিআরপি কর্মীরা সুরেশ প্রসাদকে আটক করে তল্লাশি শুরু করে। ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে থোক থোক নোটের বান্ডিল। ধৃত স্বীকার করেছেন তিনি বেনারস থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে সুরেশ কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিলেন তা এখনও পরিষ্কার হয়নি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা ও রেল পুলিশ আধিকারিক সহ সিআইডি আধিকারিকরা ধৃতকে ম্যারাথন জেরা করে এত বিপুল পরিমাণ টাকা কেন আনা হচ্ছিল তার রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন। দুর্গাপুর জিআরপি থানায় ধৃতের জিজ্ঞাসাবাদ চলছে। খবর সংগ্রহ করা পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এই বিষয়ে কোন মন্তব্য করতে চান নি।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook