বুধবার দুপুরে বর্ধমানের ভাঙাকুঠি এলাকায় বিএসএনএলের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়ে এক যুবক। টাওয়ারে উঠেই সে নানারকম কসরত শুরু করে দেয়। কখনও সে হাত ছেড়ে আবার কখনওবা পা ছেড়ে দিয়ে নানা ধরণের শারীরিক কসরত করতে থাকে। তার এই কাণ্ড দেখে শিউড়ে উঠেছেন পথচলতি মানুষ। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের লোকজন ছুটে আসেন। প্রায় আধঘণ্টা ধরে দমকল বাহিনীর লোকজন চেষ্টা চালানোর পর ওই যুবককে নামিয়ে আনা সম্ভব হয়।
দমকল সূত্রে জানা গেছে, দুপুর প্রায় ২টো নাগাদ বর্ধমান শহরের ভাঙাকুঠির বিএসএনএলের অফিস ও কোয়ার্টার সংলগ্ন এলাকায় থাকা বিশাল টাওয়ারের একেবারে উপরে বেশ কিছু পাখির চিৎকার শুনে পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়ে পড়েন। তাঁরাই দেখেন ওই টাওয়ারের একেবারে উপরে উঠে পড়েছে এক যুবক। সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা ওই টাওয়ারে কিভাবে এক যুবক উঠে পড়ল তা নিয়ে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর ওই যুবক টাওয়ারের কিছুটা নীচে নেমে আসে। এরপর সে বায়না ধরে তাকে বিরিয়ানি না খাওয়ালে সে কিছুতেই নামবে না। পরে তাকে বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখালে কিছুক্ষণ পর সে নিজেই নেমে আসে।