দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি হনুমান মন্দিরের পাশে একটি গ্যারেজের সামনে রাস্তা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকা উত্তপ্ত হয় মঙ্গলবার সকালে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম মিঠুন বাউরি (২৬)। মিঠুন ওই গ্যারেজেই থাকত।
মঙ্গলবার সকালে মিঠুনের মৃতদেহ রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে গ্যারেজে ভাঙচুর চালায়। স্থানীয় মানুষের অভিযোগ, ওই গ্যারেজের পিছনে গাঁজা ও ড্রাগের ব্যবসা চালায় একটি চক্র। স্থানীয় মানুষের অনুমান সেই চক্রের কবলে পড়ে হয়ত প্রাণ গেল মিঠুনের। স্থানীয় মানুষজন জানান, মঙ্গলবার সকালে হনুমান মন্দিরের সামনের রাস্তায় মিঠুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে তাঁরা ফরিদপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। মিঠুনের গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা। পুলিশ ভাঙচুরের ঘটনায় চার জনকে আটক করে গোটা ঘটনার তদন্তে নেমেছে।