এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সদরঘাটের বালিঘাট এলাকায়। মৃত যুবকের নাম প্রবীর গায়েন ওরফে ভোলা গায়েন (২৫)। বাড়ি বর্ধমান শহরের ১৬ নং ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকেই বন্ধুদের সাথে বালিঘাট এলাকায় তাস খেলছিলেন প্রবীর। এরপর তাস খেলাকে কেন্দ্র করে বচসাও হয় তাঁদের মধ্যে।তারপর সোমবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের গলায় আঘাতের চিহ্ন আছে। শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে।
Like Us On Facebook