ভিড়িঙ্গী মোড় থেকে অপহৃত যুবক সেজামল সেখকে দুর্গাপুর পুলিশ বীরভূমের লাভপুরের একটি জঙ্গল থেকে উদ্ধার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল। জানা গেছে, অপহরণের ঘটনায় ব্যবহৃত স্করপিও গাড়িটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং গাড়িটির চালক বিকাশ দাসকেও পুলিশ গ্রেফতার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। দুর্গাপুর মহকুমা আদালতে হাজির হওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের কাছে সেজামল সেখ বলেন, ‘আমাকে সন্দেহের বশে অপহরণ করে লাভপুরের জঙ্গলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে অপহরণকারীরা।’ অপহরণকারীদের চেনেন না বলে জানান সেজামল সেখ। সেখ আজাদের স্ত্রীকে অপহরণের দাবি নস্যাৎ করে দেন সেজামল।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় সংলগ্ন এলাকায় একজন বাইক আরোহীকে একটি স্করপিও গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানালে পুলিশ জাতীয় সড়ক সহ রাজ্য সড়ক এবং রাজ্যের সীমান্ত এলাকায় সিল করে দিয়ে অপহৃত ব্যক্তি সেখ সেজামলকে উদ্ধার করতে জোর তৎপরতা শুরু করে। অপহরণে জড়িত থাকার অভিযোগে বুধবার গভীর রাতে পুলিশ বীরভূমের লাভপুর থেকে সেখ আজাদ ও তার সহকারী জানমহম্মদকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। সেখ আজাদের দাবি, তাঁর স্ত্রীকে মাস খানেক আগে জাঙ্গীপুরের বাসিন্দা বর্তমানে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার বাসিন্দা সেজামল সেখ ও তাঁর বন্ধু মণিরুল ইসলাম কিডন্যাপ করে তাই তিনি সেজমল সেখকে তুলে নিয়ে গিয়েছিলেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook