আজ, শুক্রবার মহানিশায় জেলার অন্যতম প্রাচীন মন্দির দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে মায়ের বাৎসরিক পুজো ও সারা রাত্রি ব্যাপি মহোৎসব। উৎসব উপলক্ষে রাতভর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর মহোৎসব উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় মন্দিরে। গত বছরের মত এবারও করোনা বিধি মেনেই মন্দির কর্তৃপক্ষ পুজোর আয়োজন করেছে। বার বার মাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আগত ভক্তদের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। মন্দিরের মহোৎসব উপলক্ষে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মন্দির সহ সংলগ্ন এলাকায়।
উল্লেখ্য, প্রতি বছরই অগ্রহায়ণ মাসের মহানিশায় ভিড়িঙ্গী কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবসে মা কালীর মৃন্ময়ী মূর্তির বিসর্জন হয় মন্দিরের পাশের কুমোর বাঁধে। এরপর নতুন মৃন্ময়ী মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা উপলক্ষে সারা রাত ধরে হোম যজ্ঞ পুজো অর্চনা মহোৎসব চলে সঙ্গে রাতভর ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানও চলে। পুজোর পর ভোর রাতে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। ১৭০ বছর ধরে একই ভাবে মন্দিরে হয়ে আসছে এই বাৎসরিক মহোৎসব।