করোনা ভাইরাস আক্রান্তদের সুস্থতার কামনায় ঈশ্বরের শরণাপন্ন হল এবার দুর্গাপুরের বীরভানপুরের অগ্রণী ইউনাইটেড ক্লাবের সদস্যরা। শনিবার স্থানীয় ছিন্নমস্তা মন্দিরে বিশ্বত্রাস করোনা ভাইরাস আক্রান্তদের সুস্থতার কামনায় দেশ, রাজ্য তথা দুর্গাপুরের মানুষের মঙ্গলে হোমযজ্ঞের আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরোহিত লাল বস্ত্র পরে বৈদিক মন্ত্রোচ্চারণ সহ হোমযজ্ঞ করেন সঙ্গে স্থানীয় মহিলারা সমবেত হয়ে উলুধ্বনি দিতে থাকেন। এই যজ্ঞানুষ্ঠানে স্থানীয় মানুষের যথেষ্ট সমাগম হয়। করোনা ভাইরাস আক্রান্তদের রক্ষা করার জন্য স্থানীয়রা জাগ্রত মা ছিন্নমস্তার কাছে আকূল প্রার্থনা করতে থাকেন।

দুর্গাপুরের বিশিষ্ট রাজনীতিবিদ তথা বীরভানপুরের অগ্রণী ইউনাইটেড ক্লাবের সদস্য উমাপদ দাস এই পুজো পাঠের আয়োজন নিয়ে বলেন, ‘সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। দেশ তথা রাজ্যও এর বাইরে নয়। করোনা ভাইরাস মোকাবিলায় বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু এখনও পর্যন্ত কোন ভ্যাকসিন বের হয় নি। স্বাভাবিকভাবেই আমরা ঠাকুরের শরণাপন্ন হয়েছি। তাই সকলের মঙ্গল কামনায় হোমযজ্ঞ পুজোপাঠের আয়োজন করছি আমরা।’

Like Us On Facebook