বিয়ের মাত্র ২৩ দিন বাকি। বিয়ে উপলক্ষে চলছিল বাড়িঘর পরিষ্কারের কাজ। রবিবার বাড়ি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হবু কনের। মৃতার নাম মৌসুমী মুখার্জি (১৯)। বাড়ি দুর্গাপুরের আমরাই গ্রামে। এই খবর চাউর হতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় মানুষ জানান, ২৬ ফেব্রুয়ারি মৌসুমীর বিয়ের দিন স্থির হয়েছিল। সেই উপলক্ষে রবিবার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে অন্যান্যদের সঙ্গে মৌসুমী নিজেও পরিষ্কারের কাজে হাত লাগায়। মৌসুমী মেঝেতে দাঁড়িয়ে ঝাঁটা দিয়ে একটি সিলিং ফ্যান পরিষ্কার করার সময় মেঝেতে জল থাকায় শর্ট সার্কিটের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook