১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। শনিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে দুর্গাপুরের বিভিন্ন এলাকায স্বেচ্ছায়় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং কোথাও কোথাও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিও পালন করা হয়।
শনিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুর্গাপুরের বাশিয়া গ্রামে গ্রাম কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবির থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ২৫ ইউনিট রক্ত দান করা হয়। দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবির থেকে দুর্গাপুরের মিশন হাসপাতালে ১১ ইউনিট রক্ত দান করা হয়। দুর্গাপুরের প্রান্তিকার প্রফুল্লময়ী মাতা কালী মন্দিরে শনিবার এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবির থেকে ২২ ইউনিট রক্ত দান করা হয় দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে। তাছাড়া বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও রাস্তায় নেমে শনিবার সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার উদ্যোগ নেয়। দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের পড়ুয়া শনিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাস্তায় নামে।