দুর্গাপুরের কাদারোডে বিশ্ব এইডস দিবস পালন করেন দুর্গাপুর দুর্বার সমিতি’র সদস্যরা। আজ সকালে দুর্বার সমিতি’র সদস্যরা মিছিল বের করে। দুর্গাপুর রেড ক্রশ সোসাইটির পক্ষ থেকে কাদারোডে সচেতনতা শিবির করা হয়। দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অমিতাভ বন্দোপাধ্যায় ও দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা AIDS-এর ব্যাপারে সচেতন হওয়ার ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন যৌন কর্মীদের।