লাউদোহার নাকরাকোন্দা খনি বন্ধের আশঙ্কায় শ্রমিকরা একজোট হয়ে শনিবার সকালে খনির সামনে প্রতিবাদ সভা করেন। শ্রমিকদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ মেগা প্রজেক্টের নামে শ্রমিকদের অন্যত্র বদলি করে দিয়ে কৌশলে এই কোলিয়ারি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করবে। এর ফলে শ্রমিকদের বাসস্থান বদলে অন্য জায়গায় ডিউটি করতে বেশ‌ সমস্যা হবে।

শ্রমিকদের অভিযোগ, খনিতে প্রচুর পরিমাণে কয়লা মজুদ রয়েছে অথচ কৌশল করে ইসিএল কর্তৃপক্ষ খনি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, এই খনিতে বর্তমানে শ্রমিক সংখা ২৮০ জন। বাঙ্কোলা কোলিয়ারির জেনারেল ম‍্যানেজার তমাল সরকারকে শ্রমিকদের অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নাকরাকোন্দা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বর্তমানে মাটির নীচে উপযুক্ত পরিবেশ নেই। তাই ইসিএল কর্তৃপক্ষ কোলিয়ারিটিকে খোলামুখ খনি তৈরি করতে শ্রমিকদের কাছে কেবলমাত্র আবেদন করেছে মাত্র। কোন নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। কারণ খোলামুখ খনি হলে এই কোলিয়ারি থেকে প্রতিদিন ৩ মিলিয়ন টন কয়লা উৎপাদিত হবে তাই এই আবেদন করা হয়েছে।’


Like Us On Facebook