.

দুর্গাপুরের লেনিন সরণির ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা মঙ্গলবারের মতো বুধবারও কাজকর্ম বন্ধ রেখে ধর্মঘটে সামিল হলেন। মঙ্গলবার থেকে বটলিং প্ল্যান্টে চারজন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঠিকা শ্রমিকরা লোডিং-আনলোডিং বন্ধ রেখে ধর্মঘটে সামিল হন। ফলে শ্রমিকরা ধর্মঘট না তুললে আগামী দিনে রান্নার গ‍্যাসে আকাল হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে।

Like Us On Facebook