একের পর এক মদের দোকান খোলার প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে মেনগেট লিঙ্ক রোড এলাকার মহিলারা বিক্ষোভ প্রদর্শন করলেন। একটি মদের দোকান রয়েছে, ফের আরও একটি নতুন খুলছে। এলাকায় একের পর এক মদের দোকান খোলায় এলাকায় অসামাজিক কাজকর্ম বাড়ছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বিপথে হাটতে পারে এই আশঙ্কায় এলাকার বাসিন্দারা কয়েকদিন ধরে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন, শুক্রবার এলাকায় মদের দোকানগুলি বন্ধ করার দাবি নিয়ে এলাকার মহিলারা একজোট হয়ে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে একটি স্মারকলিপি দেন। মহকুমাশাসক এলাকার মহিলাদের বিষয়টি দেখার আশ্বাস দেন বলে খবর।