অন্যন্যা ভোট কর্মীদের মতোই রবিবার সকালে আসানসোলের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিসিআরসি সেন্টারে ভোটের ডিউটিতে যোগ দিতে আসেন আসানসোলের পিঠাকেয়ারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা অসীমা মুখার্জী(৪৯)। ডিসিআরসি সেন্টারে আসার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। এক সময় তিনি সংজ্ঞা হারালে তাঁকে ডিসিআরসি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। এই খবর চাউর হতেই ভোট কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাকরুদ্ধ হয়ে পড়েন অসীমাদেবীর স্কুলের সহকর্মীরা।

জানা গেছে, অসীমাদেবীর বাড়ি সালানপুর থানার রুপনারায়ণপুরের সুকান্ত পল্লীতে। অসীমা মুখার্জীর এক পুত্র ছাড়া বাড়িতে আর কেউ নেই। তাঁর সহকর্মীরা জানান, অসীমাদেবী ভোটের ডিউটি নিতে অনিচ্ছুক ছিলেন। এমনকি ভোটের ডিউটির নিযুক্তিপত্র পর্যন্ত নেননি। নির্বাচন কমিশনের ভয়ে শেষমেষ রবিবার ভোটের ডিউটিতে আসেন। অসীমা মুখার্জীর অকাল প্রয়াণে ডিসিআরসি সেন্টারে মেডিক্যাল টিম না থাকায় ভোটকর্মী অসীমা মুখার্জীর অকাল প্রয়াণ হল বলে অভিযোগ করেন তাঁর সহকর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ভোট কর্মীদের অভিযোগ অস্বীকার করে জানান, অসীমা মুখার্জী ডিসিআরসি সেন্টারে ভোটের সরঞ্জাম নিতে দাঁড়িয়ে ছিলেন, তখন অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে মেডিকেল টিম দেখেন তারপর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে মৃত্যু হয়।

Like Us On Facebook