পুজোর মরসুমে জাতীয় সড়ক যেন মৃত্যু ফাঁদ। প্রমাণ পেলেন গান্ধী মোড় ওয়েবেল আইটি হাবে কর্মরতা সুলেখা ঘোষ। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ গান্ধী মোড় ওয়েবেল আইটি হাবে কাজ সেরে বাড়ি ফেরার পথে গান্ধী মোড়ে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য রাস্তার পাশে পাইপ লাইনের জন্য কাটা বড় একটি নালায় পড়ে গিয়ে গুরুতর আহত হন সুলেখা ঘোষ নামের এক আইটি কর্মী। সুলেখার সঙ্গে থাকা সহকর্মীরা পথচারিদের ডেকে টর্চ জ্বেলে সঙ্গে সঙ্গে নালা থেকে তুলে অন্ধকারের মধ্যেই কিছুটা ধাতস্থ করে সুলেখার চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে ওয়েবেল আইটি হাব থেকেও অন্যান্য সহকর্মীরা ছুটে আসেন। গান্ধী মোড়ের ওই এলাকায় আলোর কোন ব্যবস্থা নেই। জানা গেছে, নালার মধ্যে আহত সুলেখার মোবাইলটি পড়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পথ চলতি সকলেই এই দুর্ঘটনার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেন। পুজোর মুখে আনন্দ মূখর মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে অবিলম্বে পুজোর আগেই জাতীয় সড়ক নিরাপদ করার দাবি জানান। এছাড়াও তাদের দাবি পুজোর মুখে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অবিলম্বে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের পাশাপাশি গান্ধী মোড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। দুর্গাপুরের মহকুমাশাসক এই ঘটনার খবর জেনে উদ্বিগ্ন হন। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে বিষয়টি দেখার আশ্বাস দেন।
Like Us On Facebook