.
ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ার পর ঘুর্নিঝড় যশ ঝাড়খন্ডের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘুর্নিঝড় যশের জেরে ইতিমধ্যেই ঝাড়খন্ডে বৃষ্টিপাত হচ্ছে। দুই বর্ধমানেও গতকাল থেকেই চলছে বৃষ্টিপাত। ফলে মাইথন ও পাঞ্চেত ড্যামে জলস্তর বাড়ার আশঙ্কায় দুর্গাপুর ব্যারেজ থেকে গত বারো ঘণ্টায় বুধবার সকাল ১১ টা নাগাদ প্রায় ১৭২০০ কিউসেক জল ছাড়া হয়। গতকাল রাত্রি থেকে বুধবার সকাল পর্যন্ত এই জল ছাড়া হয়েছে। সেচ দফতরের আধিকারিক গৌতম ব্যানার্জী ফোনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রশাসন তৎপর রয়েছে বলে সেচ দফতরের এই আধিকারিক জানিয়েছেন। দামোদরে যাতে কোন মৎস্যজীবি বা কেউ স্নান করতে না নামেন তার জন্য মাইকিং করা হয়েছে৷ তবে প্রশাসন সতর্কতা অবলম্বন করতে মাইকিং করলেও খবর সংগ্রহ করা পর্যন্ত সকাল পর্যন্ত দুর্গাপুরে দামোদরের জলে নৌকায় মাছ ধরতে দেখা যাচ্ছে অনেক মৎসজীবিকেই।