.
পানাগড়ের দার্জিলিং মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৫ জন। বৃহস্পতিবার সকালে পানাগড়ের দার্জিলিং মোড় থেকে পানাগড় বাজারের দিকে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা পাঁচজনকে ধাক্কা মারে। প্রথমে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের সামনে রাখা পাঁচটি মোটরবাইকে ধাক্কা মারে। মোটরবাইকগুলির পাশে দাঁড়িয়ে ৫ জন চা খাচ্ছিলেন। এরপর ট্রাকটি ওই পাঁচ জনকে ধাক্কা মারে বলে জানিয়েছেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় ওই পাঁচ জনকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।
Like Us On Facebook