টুমনি নদীর জলের তলায় বেশ কয়েক হাজার বিঘা জমি, ব্যাপক ক্ষতির মুখে কাঁকসার অজয় পল্লী, নবগ্রাম, বিদবিহার, কাজলাডিহি, রাউতডিহি, বিষ্ণুপুর সহ আরও বেশ কিছু এলাকার প্রায় কুড়ি হাজারেরও বেশী চাষী। ধান আর সবজি এই দুই চাষ করে সংসার চলে এই কয়েক হাজার পরিবারগুলির। কুমড়ো, শশা, কচু, ঢেঁড়স, উচ্ছে ইত্যাদি চাষ করে তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন এইসব গ্রামের চাষীরা। সম্প্রতি জমিতে আমন ধানের বীজ ফেলা হয়েছিল, এখন সবই জলের তলায়। সোমবার চাষীরা জানান, প্রতিবার বর্ষার সময় একই ক্ষতির মুখে পড়ে এইসব এলাকার মানুষ, কিন্তু ভ্রুক্ষেপ নেই কারোর। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য গিরিধারী সিনহা জানিয়েছেন, এই কথা ঠিকই চাষীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে, তবে শীঘ্রই পঞ্চায়েত এবং কাঁকসা কিষান সেলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন হবে। ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

Like Us On Facebook