দীর্ঘদিন ধরেই গ্রামে জলের সমস্যা। বছর পাঁচেক আগে বাড়িতে বাড়িতে সজল ধারা প্রকল্পের কল বসলেও নেই জল। গ্রামের একমাত্র টিউবওয়েলটিও অকেজো। অভিযোগ, ব্লক ও পঞ্চায়েত স্তরে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। এই অবস্থায় গোটা গ্রামের একমাত্র ভরসা কেবলমাত্র একটি কল। তাতেও জল পড়ে কোনো রকমে। শুধু তাই নয়, সেই জল নিতে ডিভিসি ক্যানেলে নামতে হয় মই বেয়ে। অভিযোগ, এত কষ্ট করে নেওয়া কলের জলও কোনদিন আসে কোনদিন আসে না। ভাতাড়ের সাহেবগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের হলদি আদিবাসী পাড়ার এই চিত্র প্রতিদিনকার।
হলদি আদিবাসী পাড়ায় ৬০ থেকে ৭০ টি পরিবার বাস করে। জল সমস্যা প্রতি ঘরেই। জলের অভাবে প্রশ্নের মুখে মিশন নির্মলবাংলা প্রকল্পও। ঘরের শৌচাগার ব্যবহারই করতে পারেন না বাসিন্দারা। অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। যদি তা নয় হয়, তাহলে ভোট বয়কটও করা হবে বলে বাসিন্দাদের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে সাহেবগঞ্জ ১ নং পঞ্চায়েতের প্রধান চায়না অধিকারি জানান, বৃহত্তর স্বার্থে গ্রামের প্রতিটি বাড়িতেই সজল ধারা প্রকল্পের কল বসানো হয়েছে। কিন্তু জলের প্রেসার না থাকায় ওই গ্রামে জল পৌঁছায় না। বিষয়টি ব্লককে জানানো হয়েছে। অতিদ্রুত সমস্যা মিটে যাবে বলে আশা করছি।