দামোদর ব্যারেজের জল সরবরাহ শুরু হলেও তা এখনও পর্যাপ্ত নয়। ধীরে ধীরে জলস্তর বাড়ছে দামোদরে এবং ধীরে ধীরে জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে দুর্গাপুরে। আর এতেই বিপত্তি ঘটেছে। দুর্গাপুরের বিধাননগরে রাজ্য সরকারের ৭ নং রিজার্ভ ব্যাটালিয়ন ক্যাম্পাসের সামনে সরকারি আবাসনের বাসিন্দারা সাতদিন জল না পাওয়ার অভিযোগে জল চাই জল দাও এই দাবিতে শনিবার সকাল থেকে পথ অবরোধ করে বসেন।

পানীয় জলকে কেন্দ্র করে পথ অবরোধ থেকে শুরু করে পরস্পর বিরোধী অভিযোগে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দীপেন মাজির অভিযোগ, এই অবরোধে স্থানীয় মানুষের সঙ্গে বেশ কিছু বহিরাগত বিজেপি কর্মীরাও বসে পড়েন। দীপেন মাজির অভিযোগ, এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দুর্গাপুরে। আর এই সময় স্থানীয় মানুষের সঙ্গে বহিরাগত বিজেপি কর্মী নেতারা পথ অবরোধ করে রাস্তায় বসে পড়ে রাজনৈতিক উস্কানি দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করায় আমাদের সঙ্গে বচসা থেকে ধস্তাধস্তি শুরু করে দেয় বিজেপি কর্মীরা।

জল নিয়ে উত্তেজনা ছড়ানোর খবর পেয়ে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর লাহাও ছুটে আসেন। তাঁর সঙ্গেও বচসা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশও আসে। পুলিশের সামনে উত্তেজনার পারদ চড়তে থাকে। কাউন্সিলর দীপঙ্কর লাহার অভিযোগ, স্থানীয় মানুষকে উস্কানি দিচ্ছে বহিরাগত বিজেপি নেতারা। এদিকে বিজেপি নেতা-কর্মীদের পাল্টা অভিযোগ ৭ দিন ধরে বাড়িতে জল নেই। এখনও পর্যন্ত শহরে জল সরবরাহ স্বাভাবিক হল না। বিধান নগরের হাউসিং এলাকাতে এখনও জল নেই। আমরা জলের দাবিতে রাস্তায় বসে পড়ায় স্থানীয় কাউন্সিলরা আমাদের হুমকি দিচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত জল না পাবো ততক্ষণ পর্যন্ত রাস্তায় বসে থাকবো। আমরা আর কোন কথা শুনবো না।

Like Us On Facebook