আধিকারিকদের মারধোর কোথাও বিক্ষোভ মিছিল আবার কোথাও সংঘর্ষ পানীয় জলের সংকটে অভিযোগ পাল্টা অভিযোগে গত দু’দিন ধরে দুর্গাপুর ইস্পাত নগরী উত্তপ্ত। পাশাপাশি দুর্গাপুরে পানীয় জল নিয়ে রাজনৈতিক উত্তাপও চরমে। বিভিন্ন দলের মধ্যে পানীয় জলের হাহাকারের সময় মানুষের পাশে থাকার তীব্র প্রতিযোগিতা চলছে। পানীয় জলকে কেন্দ্র করে ইস্পাত নগরিতে রাজনৈতিক উত্তাপও চড় চড় করে বাড়ছে।

কিন্ত যাকে ঘিরে এত কান্ড ইস্পাত নগরীতে সেই পানীয় জলের হদিশ সোমবারও পেল না দুর্গাপুরের ইস্পাত নগরীর বাসিন্দারা। গান্ধী মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশে পানীয় জলের ক্ষতিগ্রস্ত পাইপ লাইন দ্রুত গতিতে সারাইয়ের কাজ চললেও কখন পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে সেই খবর সোমবার দুপুরেও জানাতে পারল না ডিএসপি কর্তৃপক্ষ। ডিএসপি কর্তৃপক্ষ সহ ডিএমসি ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে ইস্পাত নগরীর মানুষের স্বার্থে পানীয় জলের ট্যাঙ্ক সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। ডিএসপি সুত্রে জানা গেছে পাইপ লাইন মেরামতির কাজে আরও গতি আনতে ও ইস্পাত নগরীতে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য বার্নপুর ইসকোর ইঞ্জিনিয়ারদের ও যন্ত্রাংশের সাহায্য নেওয়া হচ্ছে। এদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা রবিবারে টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং-এ জল সংকটের মিটিং-এ শাসকদলের কর্মীদের হাতে জেনারেল ম্যানেজার গৌতম সাহা ও অন্যান্য আধিকারিকদের হেনস্থার অভিযোগে আধিকারিকদের কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। অনেকে নিরাপত্তাহীনতার অভিযোগে সোমবার কাজে যোগ দেন নি বলে জানা গেছে। সোমবার টিএ বিল্ডিং-এর সামনে পানীয় জলের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখায় কিছু কর্মী। অপ্রীতিকর অবস্থা সামাল দিতে টিএ বিল্ডিং-এর সামনে ও গান্ধীমোড়ের কাছে পাইপ লাইন সারাইয়ের জায়গায় সিআইএসএফ মোতায়েন করা হয়েছে।

Like Us On Facebook