.

কয়েকদিন ধরে পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গাপুরের এমএএমসির কলাবাগান এলাকার মানুষজন। পানীয় জল থেকে অন্যান্য কাজে ব্যবহারের জল না পেয়ে স্থানীয় মানুষের দিশেহারা অবস্থা। রবিবার সকালে কলাবাগান এলাকায় পানীয় জলের সংকটের কারণে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করেছেন সেই খবর পেয়ে পৌঁছে গেলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দিপ্তাংশু চৌধুরী। স্থানীয় মানুষের কাছে পানীয় জলের সংকটের কথা শুনে শাসক দলের কাউন্সিলদের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলে ভোটে জিতলে এলাকায় পানীয় জলের অভাব দূর করতে তিনি সচেষ্ট হবেন বলে প্রতিশ্রুতি দিলেন। এবং নিজে ভোটের ইস্যুতে খালি বালতি বাজিয়ে ভোটারদের এই আন্দোলন আরও জোরদার করতে উৎসাহিত করেন। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ খণ্ডন করে স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাঁই বলেন, ‘এই পানীয় জলের অভাব সাময়িক। পানীয় জলের ভালভ্‌ ফেটে এই বিপত্তি হয়েছে। কয়েকদিনের মধ্যেই সব ফের ঠিক হয়ে যাবে।’ দুর্গাপুর পুরসভার ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই বলেন, ‘অযথা ভোটের ইস্যু করতে বিজেপি প্রার্থী এইসব মিথ্যে অভিযোগ করছেন।’

Like Us On Facebook