দুর্গাপুরে তীব্র গরম। এর মধ্যে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাঁকুড়া মোড়ের কাছে দুর্গাপুর নগর নিগমের ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের পানীয় জল সরবরাহকারী পাইপ লাইন ফেটে এই দুই এলাকায় বৃহস্পতিবার তীব্র জল সঙ্কট দেখা দিল। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে যান।
এই দুই এলাকায় মানুষ যাতে চরম অসুবিধায় না পড়েন তার জন্য দুর্গাপুর নগর নিগম থেকে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হয়। এদিকে বরো চেয়ারম্যানের নজরদারিতে পাইপের ফাটল সারাইয়ের কাজ শুরু হয়। বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ার ও কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় পাইপ লাইন মেরামতির কাজ করছে। আশা করছি পাইপ লাইনের কাজ শেষ হয়ে গেলেই দ্রুত এই দুই এলাকায় পানীয় জল সরবরাহ শুরু হয়ে যাবে।
Like Us On Facebook