দুর্গাপুর বাস স্ট্যান্ডে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসালো দুর্গাপুর পুরসভা। শুক্রবার পানীয় জলের মেশিনটির উদ্ধোধন করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জী। সঙ্গে ছিলেন দুর্গাপুর পুরসভার জল দফতরের মেয়র পারিষদ দীপঙ্কর লাহা সহ অন্যান্য কাউন্সিলরা। জানা গেছে, দুর্গাপুরের সগড়ভাঙার বেসরকারী কারখানা গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় দুর্গাপুর বাস স্ট্যান্ডে বসানো হয়েছে ওয়াটার এটিএম মেশিনটি।
কারখানার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিএসআর) সুনন্দ মজুমদার জানান, এই মেশিনটি প্রায় ২৫০ লিটার জল ধারণ ক্ষমতা রাখে। মেশিনটি থেকে ঠান্ডা ও গরম জল পাওয়া যাবে। মেশিনটি বসাতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখার্জীও পুরসভার জল দফতরের মেয়র পারিষদ দীপঙ্কর লাহা বলেন, ‘যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে এই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হল। যাত্রীরা পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশির কথা জানান।’