দুষিত বর্জ্য জল পরিশোধন করে নিঃসঙ্কোচে পান করা যাবে – সেই শোধন যন্ত্র আবিষ্কার করল দুর্গাপুরস্থিত কেন্দ্রীয় গবেষণা সংস্থা, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)। সিএমইআরআই-এর এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুষিত জল থেকে ব্যাকটেরিয়া, আর্সেনিক, ফ্লুরাইড সহ অন্যান্য ক্ষতিকারক মিনারেল দূর করে পরিস্রুত পানীয় জল দিতে সক্ষম বলে জানা গেছে।

সিএমইআরআই সূত্রে জানা গেছে, যেকোন নোংরা বা জমে থাকা জল পান করার বা চাষের উপযোগী করে তোলা যাবে এই জল শোধন যন্ত্রের সাহায্যে। জানা গেছে, এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে জল পরিশোধনের জন্য দুষিত বর্জ্য জল পাইপ লাইন দিয়ে সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে পাথর-মাটি-বাঁশ দিয়ে তৈরি ভেসেলে আনা হচ্ছে। সঙ্গে কিছু বিশেষ অক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়েছে। পুরো প্রক্রিয়াটাই সৌরশক্তি দ্বারা পরিচালিত। পরীক্ষামূলক পর্যবেক্ষণের পর যে সব সংস্থা এই যন্ত্র নিয়ে আগ্রহ দেখিয়েছে তাদের সঙ্গে বাণিজ্যিকভাবে কথা বলবে সিএমইআরআই কর্তৃপক্ষ। সিএমআরআই কর্তৃপক্ষের দাবি, পুরো সিস্টেম গড়ে তুলতে খরচ হয়েছে দেড় লাখ টাকা।

Like Us On Facebook