নির্মল দুর্গাপুর অভিযান চলছে দুর্গাপুর নগর নিগমে। দুর্গাপুরের ৪৩ টি ওর্য়াডেই সমান গতিতে নির্মল অভিযান চললেও ২০ নং ওয়ার্ডে অনেকটাই দ্রুত গতিতে কাজ চলছে। আগামী ২০ মার্চের মধ্যে সম্ভবত নির্মল অভিযানের কাজ শেষ হয়ে যাবে এই ওয়ার্ডে। দুর্গাপুর নগর নিগমের ২০নং ওয়ার্ডটি প্রথম নির্মল ওয়ার্ড হিসাবে ঘোষিত হতে পারে ২০ মার্চের মধ্যেই। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বুধবার ভোরে ২০ নং ওয়ার্ড পরির্দশনে যান। সঙ্গে ছিলেন ২০ নং ওয়ার্ডের পৌরমাতা অনিন্দিতা মুখার্জী। এই ওয়ার্ডে ২০০’র মধ্যে ১৪৩ টি শৌচালয় ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বাকি কাজ আগামী ১০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানা গেছে।