.
বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে যাতে সমাজের সকল মানুষ অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে বুধবার দুর্গাপুরের ৩৪ নং ওয়ার্ডে কাদা রোডের যৌনপল্লীতে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ভিভিপ্যাট যুক্ত ইভিএম মেশিনের হাতে-কলমে প্রদর্শন শিবির আয়োজিত হল। এই শিবিরে ১০০ জন যৌনকর্মী এদিন ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের প্রশিক্ষণ নেন। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘আমরা চাই দুর্গাপুরের ৫০৭ টি বুথের সকল মানুষই আসন্ন লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করুন। সেই লক্ষ্যেই আজ ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের হাতে-কলমে প্রদর্শন শিবির হল কাদা রোডে।
Like Us On Facebook