দুর্গাপুর পুরভোট অশান্ত হয়ে গেল বহিরাগতদের দাপটে। ভোটারদের বিভিন্ন বুথেই ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদ করলেই বহিরাগতদের লাল চোখ দেখতে হচ্ছে ভোটার থেকে বিরোধী প্রার্থীদেরও। বিরোধী প্রার্থীদের অনেককে হেনস্থাও হতে হচ্ছে শাসকদলের লোকজনদের হাতে বলে অভিযোগ। অচেনা লোকজনদের বুথে দেখে অনেক ভোটার বুথে না গিয়ে আতঙ্কে বাড়ি ফিরে যাচ্ছেন। বেশির ভাগ বুথে বিরোধীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসন কার্যত এখন বহিরাগতদের অঙ্গুলি হেলনেই কাজ করছে বলে সিপিএম, বিজেপি ও নির্দল প্রার্থীদের অভিযোগ। বিরোধী দলের প্রার্থীদের বাড়িতে গিয়ে বহিরাগতরা গত কাল রাত থেকেই হুমকি দেয় বলে অভিযোগ।
দুর্গাপুরে ৩৮ নং ওয়ার্ডটি সকাল থেকেই উতপ্ত, ৪নং ওয়ার্ডে বোমাবাজি হয়, রাতুরিয়াতে গুলি চলল, দুর্গাপুরে ১৩ নং ওয়ার্ডের বিজেপি কর্মীরা প্রতিবাদে মেনগেটে ২ নং জাতীয় সড়ক অবরোধ করে। দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী বিরাট পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স নিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন। গাঁধী মোড়েও অবরোধ করে বিজেপি কর্মীরা। ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ৪নং ওয়ার্ডের ৪৬নং বুথে তৃণমূল কংগ্রেস বুথ দখল করেছে এই অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী প্রদীপ কুমার মন্ডল ঘটনাস্থলে গেলে তাঁকে ভারতী মিলনী স্কুলে ঢুকিয়ে মারধর করে শাসকদলের লোকজন বলে অভিযোগ। বিজেপি ও সিপিএম কর্মীরা দিশাহারা। বহিরাগতরা প্রশাসন ও পুলিশের মদতে শাসক দলকে বিজয়ী করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধীদের সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
- মেনগেটে বাইকে আগুন, মাথা ফাটল পুলিশ কর্মীর, এলাকা রণক্ষেত্র।