.
করোনার গ্রাস থেকে নিজেদের এলাকাকে মুক্ত রাখতে স্থানীয় মানুষ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল এলাকায়। কাঁকসার ক্যানেল পাড়ে শনিবার সকালে এই দৃশ্য দেখা যায়। শনিবার সকালে বাঁশের বেড়া দিয়ে এলাকার মূল প্রবেশ পথটি বন্ধ করে দেয় বাসিন্দারা। বাঁশের বেড়া দিয়ে কেন রাস্তা অবরোধ করেছেন এই প্রশ্ন করলে স্থানীয় মানুষ বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণ বেড়ে চলছে। শুধু প্রশাসনের উপর নির্ভর না করে আমরা গ্রামবাসীরা নিজেরাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের গ্রাম বাঁচানোর চেষ্টা করছি। আমরা কোনভাবেই বহিরাগতদের এলাকায় প্রবেশ করতে দেব না। আমরা চব্বিশ ঘণ্টা পাহারা দেব এই রাস্তায় যাতে একজনও বহিরাগত এই রাস্তা দিয়ে আমাদের এলাকায় প্রবেশ করতে না পারে। তা হলেই আমরা গ্রামের মানুষদের বাঁচাতে পারবো মহামারির হাত থেকে।’