ভারত ও চিন সীমান্তের উত্তাপকে কেন্দ্র করে এবার দেশের অভ্যন্তরে উত্তাপ ছড়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। সীমান্তে চিন ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়ার নিত্যনতুন কৌশল সৃষ্টি ও ক্রমাগত হুমকির প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের সুহট্ট মলের সামনে ভিএইচপি’র সদস্যরা চিনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে চিনা দ্রব্য বর্জনের ডাক দেয়। এদিন বিশ্ব হিন্দু পরিষদের মিছিল সুহট্ট থেকে সিটি সেন্টারের বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুর জেলার সভাপতি সঞ্জয় রাম এদিন মিছিলের নেতৃত্ব দেন। সঞ্জয় রাম বলেন, চিন যেভাবে ভারতীয় ভূখন্ডে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের হেনস্থা করছে এবং হুমকি দিচ্ছে তার প্রতিবাদে চিনের অর্থনীতিকে দুর্বল করতে ভারতীয়দের কাছে চিনা দ্রব্য বর্জনের ডাক দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ।
Like Us On Facebook