ভ্যাকসিন না নিয়েও এল ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট চলে এল। এই ঘটনায় দুশ্চিন্তায় পড়লেন এক পরিবারের সদস্যরা। জানা গেছে, ভ্যাকসিন না নিয়েও প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট পেয়ে গেলেন দুর্গাপুরের এক মহিলা ও তাঁর ভাইপো।
দুর্গাপুর ইস্পাত নগরীর মার্কনির বাসিন্দা রেখা দে ও তাঁর ভাইপো সমীর দে। বেশ কয়েকদিন ধরে মহকুমা হাসপাতালে প্রথম ডোজ ভ্যাকসিনের জন্য ঘুরে বেড়িয়েছেন। লাইনে দাঁড়িয়েও মেলেনি প্রথম ডোজের ভ্যাকসিন। চলতি মাসের ১ তারিখে লম্বা লাইনে দাঁড়ানোর পর শেষ পর্যন্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ রেখা দে কে জানান, আধার কার্ডের জেরক্স জমা দিয়ে যান, ফোন করে ডেকে নেওয়া হবে। এরপর ৩ তারিখ রেখা দে ও তাঁর ভাইপো সুনীত দের মোবাইলে এসএমএস আসে প্রথম ডোজ ভ্যাকসিন সফলভাবে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে রেখা দে ও সমীর দের ভ্যাকসিন কোথায় গেল? কারণ যখন এই দুই জনের মোবাইলে সফলভাবে ভ্যাকসিন সম্পূর্ণ হওয়ার এসএমএস এসেছে, তখন সরকারী হাসপাতাল থেকে কিভাবে এই দুই জনের আধার কার্ডে ভ্যাকসিন ইস্যু হয়ে গেল? এরপর তাঁরা কিভাবে ভ্যাকসিন পাবেন সেই বিষয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন।