.
ভ্যাকসিন প্রয়োগ নিয়ে স্বাস্থ্য কর্মীদের শুক্রবার প্রশিক্ষণ হল দুর্গাপুরে। দুর্গাপুরের সৃজনী সভাঘরে এই প্রশিক্ষণ শিবিরটি হয়। দেশের কোটি কোটি মানুষকে করোনা প্রতিষেধক দেবে স্বাস্থ্যকর্মীরা সেই নিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের স্বাস্থ্য কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির হল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। এদিন প্রশিক্ষণ দেন জেলা উপ-স্বাস্থ্য আধিকারিক ডা. কেকা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার করোনা প্রতিষেধক নেওয়ার পর ৩ জন স্বাস্থ্য-কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন নেওয়ার পর আতঙ্কে তিন স্বাস্থ্য কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন এমনটাই জানালেন এক স্বাস্থ্যকর্মী। শুক্রবার করোনা ভ্যাকসিন নেওয়া এক স্বাস্থ্য কর্মী জানান, তিনি করোনা ভ্যাকসিন নিলেন, ভ্যাকসিন নেওয়ার পর কোন রকম শারীরিক সমস্যা হয়নি।