.
ভ্যাকসিন অমিল, তাই বন্ধ দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা টিকাকরণ কর্মসূচি। এই খবরে চিন্তা বাড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে টিকা নিতে আসা মানুষজনের। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে হাসপাতালে চড়াও হন বলে অভিযোগ। জানা গেছে, মহকুমা হাসপাতালে ভ্যাকসিন নেই এই মর্মে নোটিশও লাগানো হয়েছে। যেভাবে করোনার গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর ভ্যাকসিন না থাকায় স্বাভাবিক ভাবে ভয় বাড়ছে সাধারণ মানুষের মধ্য। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার বলেন, ‘ভ্যাকসিনের সাপ্লাই নেই, তাই দুর্গাপুর মহকুমা হাসপাতালে টিকাকরণ কর্মসূচি আপাতত বন্ধ রয়েছে।’ তবে কবে ভ্যাকসিন দেওয়া ফের শুরু হবে তা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি হাসপাতাল সুপার।
Like Us On Facebook