বুকিং করেও মিলছে না সময় মতো ভ্যাকসিন। দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বরো অফিসে সগড়ভাঙা সুস্বাস্থ্য কেন্দ্রে সময় মতো আসছে না কম্পিউটার অপারেটরও। এর ফলে স্লট বুকিং করেও দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না মেলায় ধৈয্যের বাঁধ ভাঙছে স্থানীয় মানুষের। লম্বা লাইনে দাঁড়িয়ে তিতিবিরক্ত স্থানীয় মানুষ। দুর্গাপুরে সগড়ভাঙার ৪ নং বরো অফিসে এই ঘটনায় স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন।

যদিও দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায় জানান, দুয়ারে সরকার কর্মসূচির জন্য সমস্যা হচ্ছে। বরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের বরো অফিসে ভ্যাকসিন নিতে এলে কাউকে ফেরানো হয়নি। সবাই বিকেল চারটা পর্যন্ত ভ্যাকসিন পান।’ যদিও দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, ‘এই সমস্যার সঙ্গে দুয়ারে সরকারের কোন সম্পর্ক নেই। কর্মী কম তাই যারা ভ্যাকসিনের কাজ করছেন তাঁদের দুই ভাগে ভাগ করে ভ্যাকসিনের কাজ করানো হচ্ছে তাই হয়তো এই সমস্যা হচ্ছে।’ আর কম্পিউটার অপারেটর না আসার বিষয়টি তিনি খোঁজখবর নেবেন বলে জানান।

Like Us On Facebook