.
নম্বরবিহীন টোটোগুলি আপাতত না চালানোর পরামর্শ দিল দুর্গাপুরের টোটো ইউনিয়নের কর্তারা। দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে বৃহস্পতিবার এক জরুরি মিটিং ডেকে এই নম্বরবিহীন টোটো চালকদের এই সিধান্তের কথা জানান। টোটো ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যতদিন না প্রশাসন থেকে নম্বরবিহীন টোটোর সমস্যা সমাধান করা হচ্ছে তত দিন নম্বরবিহীন টোটো গুলি আর রাস্তায় চলবে না।
Like Us On Facebook