.
দুর্গাপুরের ১ নং ওয়ার্ডের অন্তর্গত কমলপুর এলাকায় একটি বেসরকারি কারখানায় এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুক্রবার সকালে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সঞ্জয় সিং(৪০)। বিহারের বাসিন্দা। সঞ্জয় সিং এই কারখানার একজন শ্রমিক। কিন্তু লকডাউনের কারণে বিহার, ঝাড়খন্ডের অন্যান্য শ্রমিকদের মতো সঞ্জয় সিংও বাড়ি ফিরে যেতে পারেন নি বলে আটকে পড়া অন্যান্য শ্রমিকরা জানান। শুক্রবার সকালে সঞ্জয় অসুস্থ বোধ করার পর জ্ঞান হারান এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানান কারখানার আটকে পড়া শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শিপ্রা সরকার কারখানার সামনে ছুটে আসেন। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা জানান, মৃত শ্রমিকের মরদেহের ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা গেছে হিট স্ট্রোকের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।