দুর্গাপুরের এমএএমসির টি ১৬০/২ কোয়ার্টারে এক গৃহবধূর রহস্যময় মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়াল রবিবার। মৃতার মাথার পিছনে গভীর ক্ষত চিহ্ন ছিল বলে জানা গেছে। গলায় দাগ। মৃতার নাম প্রিয়াঙ্কা সরকার (২৮)। স্বামীর নাম বিবেক সরকার, পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ।
স্বামী বিবেক সরকার বলেন, শনিবার রাতে বাড়ি ফিরে দেখি স্ত্রী প্রিয়াঙ্কা ঝুলছে। বন্ধু-বান্ধবদের ডেকে প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যাই। প্রিয়াঙ্কার মাথায় গভীর ক্ষতের চিহ্ন প্রসঙ্গে বিবেক সরকারের সাফাই ঝুলন্ত প্রিয়াঙ্কাকে নামানোর সময় হয়ত আঘাত লেগে থাকতে পারে। প্রিয়াঙ্কার স্বামী বিবেক শনিবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল তা স্বীকার করেছেন বলে জানা গেছে।
শনিবার রাতে প্রিয়াঙ্কার স্বামী বিবেক বন্ধু-বান্ধবদের নিয়ে যখন হাসপাতালে প্রিয়াঙ্কাকে ভর্তি করে তখনই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে প্রিয়াঙ্কার স্বামী সহ চার বন্ধুদের আটক করে থানায় নিয়ে যায়। রবিবার ফের পুলিশ ধৃতদের ঘটনাস্থলে গিয়ে জেরা করে বলে জানা গেছে। প্রতিবেশী ও প্রিয়াঙ্কার পরিবার পরিকল্পনা করে মিশুকে স্বভাবের প্রিয়াঙ্কাকে খুন করা হয়েছে বলে দাবি। প্রতিবেশীরা জানায়, ছোট খাটো সব বিষয়ে প্রতিদিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। প্রিয়াঙ্কার বাবার মতো প্রতিবেশীরাও প্রিয়াঙ্কার খুনির কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয় রবিবার।