দুর্গাপুরের স্টিল টাউনশিপ হর্ষবর্ধন রোডের ১০/২ নং কোয়ার্টারে দুর্গাপুর ইস্পাত কারখানার(ডিএসপি) এক কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম তাপস লোহার (৪৫)। তিনি ডিএসপির স্থায়ী কর্মী ছিলেন। শনিবার সকালে প্রতিবেশীরা তাঁকে মৃত অবস্থায় কোয়ার্টারের বাগানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের স্টিল টাউনশিপ হর্ষবর্ধন রোডের ১০/২ নং কোয়ার্টারে ডিএসপির স্থায়ী কর্মী তাপস লোহার পরিবার নিয়ে থাকতেন। তিনি ডিএসপির কোক ওভেন ১নং ব্যাটারীর এফ গ্রুপে মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন। মেশিন অপারেটর হিসাবে অত্যন্ত দক্ষ তাপসবাবু কোয়ার্টারে একাই ছিলেন। তাঁর স্ত্রী ও কন্যারা আত্মীয় বিয়োগের কারণে বর্ধমান গিয়েছিলেন। শনিবার সকালে স্থানীয়রা তাপসবাবুকে কোয়ার্টারের বাগানে মুখ গুঁজে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় এবং তাঁর সহকর্মীদের খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় তাপসবাবুর স্ত্রীকেও। পুলিশ এবং তাপসবাবুর সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েই মৃত্যু বলে মনে করছেন সহকর্মীরা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Like Us On Facebook