দুর্গাপুরের সিটি সেন্টারে এক নির্মাণ সংস্থার কার্যালয়ে ওই সংস্থার এক আধিকারিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে মৃত ব্যক্তির নাম বিডি দুবে (৫৭)। বিহারের বাসিন্দা।
সিটি সেন্টারে ওই নির্মাণ সংস্থার কার্যালয়ে বিডি দুবে সম্প্রতি সংস্থার অন্য আখা থেকে আসেন। সহকর্মীদের সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিডি দুবে সংস্থার কার্যালয়ের রেস্ট রুমে শুতে যান। রবিবার সকালে ঘুম থকে না ওঠায় সহকর্মীরা রেস্ট রুমে দেখতে যান। সেখানে তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা মনে হলেও পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
Like Us On Facebook