দুর্গাপুরের আইকিউ সিটি আবাসনে এক শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের অভিজাত আইকিউ সিটি আবাসনের বাসিন্দা স্বরূপ দাসের প্রথম পক্ষের ছেলে রণিক দাস (৮) স্থানীয় একটি বেসরকারি ইংরাজী মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। বুধবার সন্ধ্যায় রণিকের সৎ মায়ের অনুপস্থিতিতে পাশের একটি ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে খেলতে যায় রণিক। এমন সময় ওই ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে আচমকাই পড়ে যায় রণিক। বিষয়টি ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীদের নজরে আসায় তড়িঘড়ি রণিকের সৎ মাকে ফোন করে খবর দিয়ে আইকিউ সিটি হাসপাতালে রণিককে নিয়ে গেলে চিকিৎসকরা রণিককে মৃত বলে ঘোষণা করেন। রণিককে হাসপাতালে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর রণিকের সৎ মা হাসপাতালে পৌঁছনোয় পড়শিরা ক্ষুদ্ধ হন। ছোট্ট রণিকের এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না আইকিউ সিটি আবাসনের পড়শিরা। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, রণিকের সঙ্গে সুসম্পর্ক ছিল না রণিকের সৎ মায়ের। প্রায়ই দুর্ব্যবহার করত রণিকের সঙ্গে। সব সময় মনমরা থাকত রণিক। নিরাপত্তারক্ষীরা খবর দেওয়া সত্বেও ছেলের দুর্ঘটনার খবর পেয়েও হাসপাতালে দেরিতে আসায় পড়শিরা ক্ষুব্ধ হন। তাঁরা চান রণিকের মৃত্যুর পিছনে কোন হাত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করুক পুলিশ। বৃহস্পতিবার সকালে রণিকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
Like Us On Facebook