এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথের বাসিন্দা ২১ বছরের দেবজিত ধর বন্ধুদের সঙ্গে নবমীর রাতে ঠাকুর দেখতে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি দেবজিত। অভিযোগ, ঠাকুর দেখার পর নবমীর ভোর রাতে দেবজিতকে অচৈতন্য অবস্থায় বাইকে চাপিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যায় তার দুই বন্ধু। এরপর অবস্থার অবনতি হলে দেবজিতকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, তারপর দেবজিতের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই বুধবার তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানান, বিষক্রিয়াতেই দেবজিতের মৃত্যু হয়েছে। এরপর বৃহস্পতিবার দুপুরে নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেন দেবজিতের বাবা অমিত ধর। দেবজিতের মায়ের দাবি, এই মৃত্যুর পিছনে যারা দায়ী তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।