পূর্ব বর্ধমানের রায়নার আনগুনা গ্রামে এক পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়নার আনগুনা গ্রামের দেবখালের ধারে একটি গাছের নীচে অচেনা ওই ব্যক্তিকে দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতের পাশ থেকে একটি কীটনাশকের কৌটো উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কীটনাশক খেয়েই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook