.
দুর্গাপুর উপ-সংশোধনাগারে করোনায় আক্রান্ত হলেন এক বিচারাধীন বন্দী। বাকি বন্দিদের ৱ্যাপিড টেস্টের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি একটি টিম পাঠানো হয় দুর্গাপুর উপ-সংশোধনাগারে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ইন্দ্রজিৎ মাজি জানান, গত ৩১ অগাস্ট দুপুর বারোটা নাগাদ দুর্গাপুর উপ-সংশোধনাগার থেকে এই বিচারাধীন বন্দীকে উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ তারিখ ওই ব্যাক্তির জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় তাঁর কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে মলানদিঘির কোভিড হাসপাতালে পাঠানো হয়। এরপর কোনোরকম ঝুঁকি না নিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসন উপ-সংশোধনাগারের বাকি বিচারাধীন বন্দিদের র্যাপিড টেস্টের জন্য তড়িঘড়ি মহকুমা হাসপাতাল থেকে একটি বিশেষ চিকিৎসক দল পাঠানো হয় সংশোধনাগারে।