দুর্গাপুরের সগড়ভাঙায় রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে দ্রুত গতিতে। রাস্তা তৈরির জন্য জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছে। মাটি কাটার সঙ্গে সঙ্গে জেসিবি মেশিনের ফলায় কাটা পড়ছে মাটির নীচে থাকা বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মূল্যবান কেবল। জেসিবি মেশিনে মাটি উত্তোলনের সময় প্রাণের তোয়াক্কা না করে এক শ্রেণির মানুষ সেই মূল্যবান কেবল তুলে নিয়ে চড়া দামে বিক্রি করতে লুঠপাট চালাচ্ছে প্রতিদিন। এই রকমই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা সম্প্রসারণের জন্য মাটি কাটার সঙ্গে সঙ্গে জেসিবি মেশিনের ফলায় ছেঁড়া কেবল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে স্থানীয় কিছু মানুষ। পরে সেই তার আগুনে পুড়িয়ে ভিতর থেকে বের করা হয় কপার। উচ্চ গুণগত মানের এই কপার বাজারে চড়া দামে বিক্রি হয়। স্থানীয় মানুষের অভিযোগ, জেসিবি মেশিনে মাটি উত্তোলনের সময়ে মাটির তলায় থাকা কাটা পড়া মূল্যবান কেবল ছিনিয়ে নিতে যেভাবে জেসিবি মেশিনের নীচে হুড়োহুড়ি চালাচ্ছে কিছু মানুষ তাতে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।