প্রথা মাফিক আটদিন মাসির বাড়িতে থাকার পর শনিবার নিজ গৃহে ফিরলেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। পুরীর জগন্নাথদেবের রথযাত্রার অনুসরণে দুর্গাপুরের ইস্কন মন্দিরে আজ উল্টোরথ উৎসব পালিত হল। ইস্কন মন্দিরের অস্থায়ী মন্দির চতুরঙ্গ ময়দান থেকে শনিবার বিকেলে রথ দুর্গাপুর স্টিল টাউনশিপের নেতাজী সুভাষ চন্দ্র রোডের ইস্কন মন্দিরে যায়। অগণিত ভক্ত ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে আট দিন মাসির বাড়িতে থাকার পর রথের দড়িতে টান দিয়ে ফের আজ মূল মন্দিরে ফিরিয়ে আনেন।
Like Us On Facebook