শহরে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ছিল শিল্পাঞ্চলের মানুষ। পুলিশেরও নাজেহাল অবস্থা হয় কয়েক মাস ধরে। শুক্রবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফরিদপুর ফাঁড়ির পুলিশ ফাঁদ পেতে দুই ছিনতাইবাজকে ওল্ড কোর্ট মোড় থেকে ধরল।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই ছিনতাইবাজ বীরভূমের খয়রাসোলের বাসিন্দা। ধৃতদের নাম মীর আলম ও শাহদাৎ খান। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই বাইক নিয়েই দুই ছিনতাইবাজ শহর জুড়ে ছিনতাই চালাত। শনিবার দুই ছিনতাইবাজকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞেসাবাদ করতে পুলিশ তাদের দুর্গাপুর আদালতে হাজির করে।
Like Us On Facebook