দুর্গাপুরের বিধাননগরের একটি হোটেল থেকে দুই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। জানা গেছে, ওই দুই ব্যক্তি গত চার-পাঁচ মাস ধরে বিধাননগরের ওই হোটেলে থাকতেন। তাঁরা বেসরকারি কোম্পানিতে কাজ করতেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলে জানা গেছে।তাঁদের নাম শুভদীপ ঘোষ ও অগ্নি মৈত্র। একজন আসানসোলের, অপরজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।
হোটেলের কর্মীরা জানান, অন্যদিন সকালেই দু’জন হোটেল থেকে কাজে বেরিয়ে যেতেন। কিন্তু শুক্রবার প্রায় দুপুর পর্যন্ত হোটেলের রুম থেকে না বের হওয়ায় হোটেল কর্মীদের সন্দেহ হয়। তাঁদের রুমের দরজায় নক্ করে বা ফোন করে কোন সাড়া না পেয়ে হোটেল কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরলেই দুই ব্যক্তির কাছ থেকে পুলিশ আসল ঘটনা জানতে চাইবে।
হোটেল কর্মীদের দাবি, হোটেলের রুমে ওই দুই ব্যাক্তি বদ্ধ ঘরে উনুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ায় ঘরের মধ্যে তৈরি হওয়া গ্যাসে সজ্ঞাহীন হয়ে পড়েন। কিন্তু কিভাবে হোটেল কর্মীদের চোখ এড়িয়ে হোটেলের রুমে উনুন গেল সেই প্রশ্ন তোলেন স্থানীয় মানুষ। হোটেল কর্মীরা বলেন, ‘তাঁরা সম্ভবত ব্যাগের মধ্যে লুকিয়ে উনুন নিয়ে এসেছিলেন হোটেলের রুমে।’ বর্তমানে দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের জ্ঞান ফিরলেই পুলিশ আসল রহস্যের উন্মোচন করতে পারবে।