তীব্র ঠাণ্ডা থেকে বাঁচতে ঘরের মধ্যে উনুন জ্বালিয়ে দরজা বন্ধ করে শোয়াই কাল হল দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙার বাউরী দম্পতির। ঘরের অক্সিজেন পুড়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল পরেশ বাউরী ও শীলা বাউরীর। তাঁদের দুই মেয়েও একই সঙ্গে সংজ্ঞাহীন হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। কুড়ুরিয়া ডাঙার বাউরী পাড়া সহ গোটা শিল্পাঞ্চল শোকস্তব্ধ এই মর্মান্তিক ঘটনায়।
জানা গেছে, কুড়ুরিয়া ডাঙার বাসিন্দা পরেশ চন্দ্র বাউরীর (৫২) পরিবার শিল্পাঞ্চলে চলা শৈত্যপ্রবাহ থেকে নিস্তার পেতে দরজা বন্ধ করে বাড়ির মধ্যে উনুনে আগুন জ্বালিয়ে শুয়ে পড়েন। পরেশবাবুর স্ত্রী শীলা বাউরী ও তাঁদের দুই মেয়েও মা বাবার সঙ্গে একই ঘরে শুয়ে পড়েন। পাশের ঘরে শুয়ে পড়েন পরেশ বাবুর ছেলে তাপস বাউরী। বুধবার সকালে ঘুম থেকে উঠে বাবা-মা সহ দুই বোনকে উঠতে না দেখে তাপস বাউরীর সন্দেহ হওয়ায় দরজা ভেঙে বাবা ও মাকে মৃত এবং দুই বোনকে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। এই খবর শুনে আশপাশের সকলেই দৌড়ে এসে মৃত পরেশ বাউরী ও শীলা বাউরী এবং তাঁদের দুই মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পুলিশে খবর দেওয়া হয়। এরমধ্যেই পরেশবাবুর ছেলে শোক সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ মৃত ও অচৈতন্যদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অচৈতন্য দুই মেয়েও সংকটজনক অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ পরেশ বাউরী ও শীলা বাউরীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান দরজা বন্ধ করে ঘরে উনুন জ্বালানোয় দমবন্ধ হয়ে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।